# | সেবার নাম | দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা / কর্মচারি | সেবাপ্রদানের পদ্ধতি | সেবা প্রাপ্তির সময় | ফি | সংশ্ণিষ্ট বিধি বিধান |
১ | পল্লীতে বসবাসরত দরিদ্র্য জনগোষ্ঠির দারিদ্র্য বিমোচনের লক্ষ্যে শ্রেনি এবং পেশাভিত্তিক সংগঠন তৈরিতে সহযোগিতা দান | মাঠ কর্মী | উদ্বুদ্ধকরন, গ্রাম জরিপ এর মাধ্যমে অভিষ্ঠ জনগোষ্ঠি নির্বাচন করে সংগঠিত করা | ৯০ কর্ম দিবস | সদস্য ফি ০২ টাকা, শেয়ার ১০ টাকা, সঞ্চয় ১০ টাকা, | সমবায় আইন এবং বিধিমালা ২০০৪ এবং উপ-আইন |
২ | উপকারভোগী সদস্যদের আর্থ সামাজিক উন্নয়নের লক্ষ্যে উপজেলায় বাস্তবায়নাধীন আনুষ্ঠানিক এবং যাবতীয় প্রকল্প কর্মসূচি বাস্তবায়ন | উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা | কার্যক্রম নির্দেশিকা অনুযায়ী | কার্যক্রম নির্দেশিকা অনুযায়ী | -- | সমবায় আইন এবং বিধিমালা ২০০৪ এবং উপ-আইন |
৩ | দরিদ্র জনগোষ্ঠির স্বনির্ভরতা অর্জনের লক্ষ্যে ক্ষুদ্র ক্ষদ্র পুজি গঠনের সুযোগ সৃষ্টি | উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তার কার্যালয় | সাপ্তাহিক এবং মাসিক সঞ্চয় এবং শেয়ার জমার মাধ্যমে | চলমান | -- | সমবায় আইন এবং বিধিমালা ২০০৪ এবং উপ-আইন |
৪ | উৎপাদনমুখি এবং আয়বৃদ্ধিমুলক কর্মকান্ড বাস্তায়নকল্পে ঋণ মঞ্জুরি, বিতরন এবং আদায় পরিচালন | উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তার কার্যালয় | সাপ্তাহিক / মাসিক সভায় চাহিদা নিরুপন করে মাঠ কর্মীর মাধ্যমে ঋণ প্রস্তাব উপজেলা পর্যায়ে দাখিল করা। উপ-কমিটি এবং কেন্দ্রিয় কমিটি কর্তৃক ঋণ প্রস্তাব যাচাই বাছাই পূর্বক অনুমোদন এবং বিতরন করা হয়। মাঠ কর্মী মাধ্যমে সাপ্তাহিক / মাসিব কিস্তিসত আদায় করা হয়। | চলমান | সদস্যপ্রতি ফরমের মূল্য ০৫ টাকা, স্ট্যাম্প ১৫০ টাকা (প্রয়োজন মাফিক)। ক্ষেত্র বিশেষে জমির দলিল জমা রাখতে হয়) | সমবায় আইন এবং বিধিমালা ২০০৪ এবং উপ-আইন |
৫ | উপকারভোগী সদস্যদের সামাজিক উন্নয়ন দক্ষতা বৃদ্ধির জন্য চাহিদা ভিত্তিক প্রশিক্ষণের আয়োজন | উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তার কার্যালয় | প্রশিক্ষণ চাহিদা নিরুপন, সদস্য বাছাই, প্রশিক্ষণ মডিউল প্রনয়ন এবং বাস্তবায়ন। | চাহিদা ভিত্তিক | বরাদ্দ মোতাবেক | প্রকল্প কার্যক্রম নির্দেশিকা মোতাবেক |
৬ | ইপ্সিত জনগোষ্টির নিরবিচ্ছিন্ন উন্নয়ন নিশ্চিত কল্পে উপজেলার সকল কার্যক্রম তদারকি ও পরিবেক্ষন | উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তার কার্যালয় | সাপ্তাহিক / মাসিক পর্যলোচনা | চলমান | -- | প্রকল্প কার্যক্রম নির্দেশিকা মোতাবেক |
৭ | উপকারভোগী সদস্যদের অন্যান্য জাতীগঠনমূলক বিভাগের সেবা প্রাপ্তির লক্ষ্যে আন্ত বিভাগীয় সমন্বয় সাধন | উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তার কার্যালয় | সমন্বয় সভার মাধ্যমে | চলমান | -- | সরকারি নির্দেশনা অনুযায়ী / প্রয়োজন মাফিক |
৮ | সদস্যদের উৎপাদিত শস্যের ন্যায্য মূল্য নিশ্চিত করনের জন্য বাজারজাতকরণ কার্যক্রম পরিচালনা | উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তার কার্যালয় | বাজার যাচাই। সদস্যদের অবহিতকরণ | চলমান | --- | সরকারি নির্দেশনা অনুযায়ী / প্রয়োজন মাফিক |
৯ | কৃষি উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে সেচযন্ত্রের ব্যবস্থাপনা এবং পরিবেশ উন্নয়ন কল্পে বৃক্ষ রোপন | উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তার কার্যালয় | সদস্যদের উদ্বুদ্ধকরনের মাধ্যমে প্রয়োজনীয় কার্যক্রম বাস্তবায়ন | চলমান | -- | সরকারি নির্দেশনা অনুযায়ী / প্রয়োজন মাফিক |
১০ | স্যানিটেশনসহ নানামুখী সম্প্রসারনমূলক কার্যক্রম | উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তার কার্যালয় | প্রশিক্ষণ, উদ্বুদ্ধকরন | চলমান | -- | সরকারি নির্দেশনা অনুযায়ী / প্রয়োজন মাফিক |
১.প্রাথমিক সমিতি/দল(পুরুষ/মহিলা)গঠন,ঋন গ্রহনে পরামর্শ প্রদান ও এতদসংক্রান্ত যাবতীয় তথ্য এবং ফরম সরবাহ।
২.সদস্যদের শেয়ার ও সঞ্চয় আমানত সংগ্রহের মাধ্যমে নিজস্ব পুঁজি গঠন।
৩.সমিতির সদস্যগনক সহজ শর্তে কৃষি উৎপাদন ও কৃষি উপকরণের জন্য (সার,বীজ,কীটনাশক এবং সেচ যন্ত্রপাতি)ঋণ প্রদান। (ক) সোনালী ব্যাংকের মাধ্যমে কৃষি ঋণ ও (খ) আবর্তক ক্ষুদ্র ঋণ।
৪.সমন্বিত দারিদ্র বিমোচন কর্ম সূচী (সদাবিক), পল্লীজীবিকায়ন প্রকল্প (প্রজীপ), পল্লীদারিদ্র বিমোচন কর্ম সূচী (পদাবিক), আওতায় অনানুষ্ঠানিক দল গঠন এবং উৎপাদন মূখী ও আয় বৃদ্ধি মূলক কর্মকান্ডের জন্যঋণ প্রদান ।
৫. আনুষ্ঠানিক সদস্যদের নিবন্ধনের পর পরই এবং অনানুষ্ঠানিক দল গঠনের ৮ (আট) সপ্তাহের পর সদস্যদের ঋন প্রদান করা হয়।
৬. সমবায়িদের উৎপাদিত শস্যের বাজারজাতকরণের সুযোগ সৃষ্টি এবং ন্যায্য মূল্য প্রাপ্তিতে সহায়তা।
৭. নারী ক্ষমতায়ন ও নারী নেতৃত্ব বিকাশে সচেতনতা বৃদ্ধি, নারী নির্যাতন রোধ ও যৌতুক প্রথা নির্মূলে সচেতনতা বৃদ্ধিতে সহায়তা।
৮. সদস্যদের বয়স্ক শিক্ষা, সাস্থ্য, পুষ্টি ও পরিবার পরিকল্পনা ইত্যাদি বিষয়ে পরামর্শ ও সেবা।
৯. বৃক্ষরোপন ও স্যানিটেশন সর্ম্পকে সচেতনতা কল্পে পরামর্শ ও সহযোগিতা।
১০. অস্বচছল মুক্তিযোদ্ধা ও তাদের পোষ্যদের আত্বকর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে নাম মাত্র সেবা মূল্যের বিনিময়ে ঋন প্রদান।
১১. গ্রামীণ দরিদ্র মানুষের আর্থ- সামাজিক উন্নয়ন সহযোগিতা প্রদান এবং গ্রামীণ নেতৃত্বের বিকাশ ও দেশের অর্থনৈতিক উনণয়নে দরিদ্র জনগোষ্ঠিকে সম্পৃক্ত করন।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস